দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৩৫

 

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কেইপ প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মাত্র ৯ জন প্রাণে বেঁচে যান। দেশটির রোড ট্র্যাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) গত রোববার এ কথা জানিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, একজন গুরুতর আহত ও অপর আটজন সামান্য আঘাত পেয়েছেন। তবে কেপ প্রদেশের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র সিজউয়ি কুপেলো জানিয়েছেন, ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে জানিয়েছেন আরটিএমসি-র মুখপাত্র সিমন জাওয়ানে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন বলা হলেও বাসটির ভেতরে আটকে পড়া যাত্রীদের লাশ উদ্ধারের পর সংখ্যাটি ৩৫ এ দাঁড়ায় বলে জানিয়েছেন তিনি।  নিহতরা সবাই কেপ প্রদেশের একই গ্রামের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।