তিতুদহে আ.লীগ নেতা শুকুর আলীর গণসংযোগ ও ক্লাব উদ্বোধন

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিশিষ্ট আ.লীগ নেতা চেযারম্যান প্রার্থী শুকুর আলী গতকাল সোমবার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে ইউনিয়নের বড়সলুয়া বাজারে যুবলীগের ক্লাব উদ্বোধন করেন। যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ রেজা রাশেদ, যুবলীগের সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম, পলাশ, শ্যামল যুবলীগ নেতা হাবিবুর রহমান, সাগর, কালু, নিতাই, সুশান্ত, সরোয়ার, সাইদুর, জিন্নাত, শহিদুল, ফারুখ, মিজানুর, পিনু, শিলন, হাসিবুল, আশরাফুল, মানিক, আবুতালেব, নজির, আব্দুল্লা, খাজা, সুজন ও শাহ আলম। ক্লাবের সভাপতি ইয়াসির আরাফাত ও সাধারণ সম্পাদক ডালিম হোসেনের হাতে একটি টেলিভিশন তুলে দেন শুকুর আলী।