চুয়াডাঙ্গায় ধূমপান মুক্ত শহর প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধন

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ধূমপানমুক্ত শহর প্রচারাভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন জেলা টাস্কফোর্স কমিটির সচিব ডা. মো. আজিজুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ এইড’র সহযোগিতায় পল্লি উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. সাঈদুর রহমান শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হোসেন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, পাস’র পরিচালক কাতব আলী।