চুয়াডাঙ্গার গাইদঘাটে নেশা করার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: নেশা করার প্রতিবাদ করায় চুয়াডাঙ্গা গাইদঘাট গ্রামের ইসমত আলীকে পিটিয়ে জখম করেছে একই গ্রামের তোতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জিনারুলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত ইসমত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট স্টেশনপাড়ার তেতুল শেখের ছেলে তোতা নেশা করে। এক সপ্তা আগে নেশা করে জিনারুল ইসলামের দোকানে এসে মাতলামির সময় প্রতিবাদ করে একই গ্রামের আমির হোসেনের ছেলে ইসমত আলী। গতকাল রাতে ইসমত আলী জিনারুলের চায়ের দোকানে বসেছিলো। এ সময় তোতা এসে ইসমত আলীর ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।