কেরুজ চিনিকল আধুনিকায়নের কাজ পরিদর্শন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

চিনিশিল্পকে বাচাতে সরকার বিভিন্ন কর্মসচি গ্রহণ করেছে

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল আধুনিয়কানের কাজ শুরু হয়েছে চলতি বছরের ১ জুলাই। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টারি (বিএমটিএফ) এ আধুনিকায়নের কাজ করছে। ৪৬ কোটি টাকা ব্যয়ে কেরুজ চিনিকলের বয়লার হাউজ, বয়লিং হাউজ ও মিল হাউজ আধুনিকায়ন করা হবে। শুরুতেই কাজ চলছে বয়লিং হাউজের। আগামি মাড়াই মরসুমের আগেই বয়লিং হাউজের কাজ সম্পন্ন করা হতে পারে। চিনিকলের বয়লিং হাউজের কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি কেরুজ চিনিকল সুগার সেচ অ্যান্ড রোড ডেভেলপমেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি চিনিকল পরিদর্শনে আসেন। চিনিকলের অতিথি ভবনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি কেরুজ চিনিকলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে বয়লিং হাউজ নির্মাণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের খোঁজখবর নেন এবং বলেন, এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকল। এ শিল্পকে বাঁচাতে সরকার গ্রহণ করেছে ব্যাপক কর্মসূচি। তারই অংশ হিসেবে ইতোমধ্যেই শুরু হয়েছে আধুনিকায়নের কাজ। হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে ছিলেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান। কেরুজ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) আব্দুল কুদ্দুস, মহাব্যবস্থাপক (কারখানা) মিজানুর রহমান, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন, উপব্যবস্থাপক (ডিস্টিলারি বিক্রয়) শেখ শাহবুদ্দিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহেম্মদ প্রমুখ।