কেরাতে বিশ্বজয়ী হাফেজদের বেফাকের সংবর্ধনা প্রদান

 

স্টাফ রিপোর্টর: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আর্ন্তজাতিক কেরাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী হাফেজদের সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গতকাল সোমবার এ সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাও. আব্দুল জব্বার জাহানাবাদী।

দুবাই ও সৌদিতে ১ম স্থান অধিকারকারী হাফেজ মো. জাকারিয়া ও হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মিশরে ২য় স্থান অধিকাররী হাফেজ নাহিয়ান কায়সার ও জর্ডানে এবং সৌদি আরবে ৩য় স্থান অধিকারকারী আব্দুল আল মাহফুজ ও হাফেজ মো. সাইদ হাসানকে এ সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। মাও. আব্দুল গাফফারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাও. উবাইদুর রহমান খান নদভী, অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, মাও. আব্দুর রাজ্জাক নদভী, মাও. আবুল হাসান শামসাবাদী, ড. গোলাম রব্বানী, মুফতি ইনায়েতুল্লাহ, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি মিজানুর রহমান, ডা. এসএম আব্দুল আজিজ ও মুফতি মুহাম্মদ তাসনিম।