কুষ্টিয়ায় কিশোর হত্যা মামলার আসামি মিন্টুর যাবজ্জীবন

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দৌলতপুরের কিশোর মিঠু হত্যামামলায় মিন্টু নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্তমানে দণ্ডপ্রাপ্ত মিন্টু পলাতক রয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বিজ্ঞ বিচারক মো. শফিউর রহমান এ রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড অনুপ কুমার নন্দী মামলার বিবরণের বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৮ অক্টোবর সন্ধ্যায় দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামের মিন্টু ও হাসান নামের দু যুবক ইয়াজুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মিঠুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বাড়ির পাশে পুকুরের ধারে মিঠুর গলাকাটা লাশ পাওয়া যায়। ওই দিনই মিন্টু ও হাসানের নামে হত্যামামলা দায়ের হয়।

তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র মিন্টুর নামে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার বিচার কাজ শেষে গতকাল সোমবার বিজ্ঞ বিচারক মিন্টুর সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।