মাথাভাঙ্গা মনিটর: কিংবদন্তি হরর সিনেমার পরিচালক ওয়েস ক্রাভেন গত রোববার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ক্রিম ও নাইটমেয়ার অন এলম স্ট্রিট সিরিজের মতো স্মরণীয় হরর সিনেমা পরিচালনা করেন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ওয়েস ক্রাভেন মারা গেছেন। এ সময়ে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রিয়জনরা তার পাশে ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ক্রাভেন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন। উল্লেখ্য, ক্রাভেনের ফ্রেডি ক্রুয়েগার চরিত্রটি বিশ্বব্যাপি কয়েক প্রজন্মের হরর সিনেমাপ্রেমীদের আনন্দ জুগিয়েছে। তিনি নাইমেয়ার অন এলম স্ট্রিটের আটটি পর্ব উপস্থাপনা করেন। ১৯৮০’র দশকে তিনি টুইলাইট জোন সিরিজের পর্বগুলো পরিচালনা করেন। বিশিষ্ট অভিনেত্রী কোর্টিনি কক্স টুইটারে তাকে বন্ধু ও গুরু উল্লেখ করে বলেন, আজ বিশ্ব এক মহান ব্যক্তিকে হারালো। আমি তার পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।