আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি বাজারে অবস্থিত জুনু মাস্টারের মুদিদোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত করা হয়েছে। গত রোববার রাতে অজ্ঞাতরা তার দোকানে অগ্নিসংযোগ করলে মালামালসহ দোকানঘর পুড়ে যায়।
জানা গেছে, বেলগাছি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মতিয়ার রহমান ওরফে জুনু অবসরপ্রাপ্ত শিক্ষক। বেলগাছি বাজারে তার একটি মুদিদোকান রয়েছে। গত রোববার রাতে তার মুদিদোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। দোকানে বেশ কয়েক হাজার টাকার মালামাল ছিলো। মালামালসহ দোকানঘরটি পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায়নি। দোকান মালিক জুনু মাস্টারও এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে, তা ধারণাও করতে পারছেন না।