কেএ মান্নান: আলমডাঙ্গা জামজামির মধুপুরে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মাদরাসাছাত্র রাতুলের (১৪) মৃত্যু হয়েছে। দেড় মাস আগে খেপা কুকুরে তাকে কামড়ে আহত করে। মা রহিমা খাতুন জানান, কুকুরে কামড়ানোর পর জলাতঙ্কে আক্রান্তের ভয়ে সে সময় প্রতিষেধক ভ্যাকসিনও দেয়া হয়। তারপরও ঘটলো এ অঘটন।
জানা গেছে, জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মনিরুদ্দিন বিশ্বাসের ছেলে ইবির আড়পাড়া হাফেজিয়া মাদরাসাছাত্র
রাতুল। জলাতঙ্ক দেখা দিলে তাকে কুষ্টিয়া সরকারি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন আগে তাকে ফিরিয়ে দেয়া হয়। গতকাল বেলা ১০টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকালই বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।