মোবাইলে প্রেমের অভিনয় : ঢাকা থেকে আলমডাঙ্গায় এসে প্রেমিক গ্যাঁড়াকলে

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমের ফাঁদে ফেলে অভিনব কৌশলে দীর্ঘ ৩ বছর পর প্রতারক আদমব্যবসায়ীকে আটক করার অভিযোগ উঠেছে। প্রতারিতরা এক মহিলাকে দিয়ে ১ বছর ধরে মোবাইলফোনে প্রেমের অভিনয় করিয়ে কুষ্টিয়ার খোকসা মাসিয়া গ্রামের জিয়া নামের ওই আদমব্যবসায়ীকে আটক করা হয়। প্রেমিকার সাথে দেখা করতে গত পরশু ঢাকা থেকে আলমডাঙ্গা স্টেশনে এসে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা প্রতারিতরা আদমব্যবসায়ী জিয়াকে আটক করে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পল্লি মাজহাদ গ্রামের শাহাদতের ছেলে হাসানের সাথে ৩ বছর আগে কুষ্টিয়া জেলার খোকসা মাসিয়া গ্রামের তক্কেল আলীর ছেলে আদমব্যাপারী জিয়ার (৪০) পরিচয়। এক পর্যায়ে তাদের সম্পর্ক ধর্ম আত্মীয়ে পরিণত হয়। সে সময় জিয়া জানান, তিনি বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন। জিয়ার এ পরিচয় জানতে পেরে হাসান বিদেশ যেতে ইচ্ছুক এমন লোকজন জোগাড় করে দিতে উঠেপড়ে লাগেন। হাসান তার আত্মীয় দামুড়হুদার পল্লি দলকালক্ষ্মীপুরের শাখায়াতের নিকট থেকে ২ লাখ ৮৬ হাজার টাকা ও আলমডাঙ্গার পল্লি শিয়ালমারী গ্রামের আসলামের নিকট থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আদমব্যাপারী জিয়াকে দেন। জিয়া তাদের সিঙ্গাপুরে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ২ জনের নিকট থেকে ৪ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নিয়ে গাঢাকা দেন। অন্যান্য এলাকা থেকেও জিয়া একইভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে বাড়ি ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেন। বিদেশ নিয়ে যাওয়া তো দূরের কথা, গত ৩ বছর অতিবাহিত হলেও একবারের জন্য জিয়া তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেননি। তবে অনেক কষ্ট করে গত ১ বছর আগে প্রতারিতরা আদম দালাল জিয়ার মোবাইলফোন নম্বর জোগাড় করেন। ফোন করে পরিচয় বললেই কথা না বলে দালাল জিয়া তাদের কল কেটে দেন। এমন ঘটনায় বাধ্য হয়ে প্রতারিতরা অভিনব কৌশলের আশ্রয় নেন। তাদের এক মহিলা আত্মীয়কে আদম দালালের পেছনে লেলিয়ে দেন। ওই মহিলা মোবাইলফোনে আদম দালাল জিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মোবাইলে নিজের ছবি বলে অন্য সুন্দর মেয়ের ছবি পাঠান। এভাবে প্রায় এক বছর প্রেমের অভিনয় চলে। এক পর্যায়ে প্রতিশ্রুতি মোতাবেক মোবাইলপ্রেমিকার সাথে মোলাকাত করতে প্রেমিক প্রবর আদম দালাল আলমডাঙ্গায় ছুটে আসেন। রাত ১০টা থেকে শুরু করে পরদিন সকাল ৮টা পর্যন্ত তারা দুজন মোবাইলফোনে গল্প করেছেন। একপর্যায়ে গত রোববার দুপুরে ট্রেন থেকে আলমডাঙ্গা স্টেশনের প্লাটফর্মে নেমে প্রেমিকাকে ফোন করলে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতারিতরা তাকে আটক করেন। গতকাল প্রেমিক আদম দালাল জিয়াকে আলমডাঙ্গা থানায় নেয়া হয়। সে সময় তার নিকটে থাকা ২০ হাজার টাকা নিয়ে বাকি টাকার জন্য স্ট্যাম্পে লিখিত নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।