স্টাফ রিপোর্টার: জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নির্মম নির্যাতনের শিকার বানেছা খাতুনের পাশে দাঁড়িয়েছে মানবতা ফাউন্ডেশন। আবেদনের প্রেক্ষিতে গত রোববার বানেছা খাতুনের শয্যাপাশে দাঁড়িয়ে আইনগত প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি একজন গরুব্যবসায়ী। তার স্ত্রী বানেছা খাতুন। এরা অভিযোগ করেছেন, বাড়ির পাশে ক্রয়কৃত জমিতে গত ২৯ আগস্ট জোর করে আইল দিতে যায় প্রতিবেশী মত লালু মিয়ার ছেলে সোহরাবসহ তাদের লোকজন। শফি বাড়ি ছিলেন না। স্ত্রী বানেছা খাতুন প্রতিবাদ করতে গেলে তাকে চুল ধরে টেনেহেঁচড়ে ফেলে দলেচটকে গুরুতর আহত করে। উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আবেদনের প্রেক্ষিতে মানবতা সংস্থার নেতৃবৃন্দ গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন বানেছা খাতুনের শয্যাপাশে দাঁড়িয়ে সকল প্রকারের সহায়তার প্রতিশ্রুত দেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন, তথ্য কর্মকর্তা নওশের আলী, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্যানেল আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান প্রমুখ। গতকাল মামলার প্রক্রিয়া করা হয় বলে ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে।