সৌদিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১১

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জন নিহত ও দুইশর বেশি লোক আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। স্থানীয় সময় গতকাল রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলের খোবার নগরীতে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আরামকোর আবাসিক কমপ্লেক্সের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকের প্রাণহানির খবরও নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানায়নি তারা। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন আলোকচিত্রে দেখা গেছে, একটি ভবনের জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, পার্শ্ববর্তী ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকোতে বিশ্বের ৭৭ দেশের ৬১ হাজারেরও বেশি লোক কর্মরত।