শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট : চলছে আপস প্রক্রিয়া

দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির মডেল টেস্ট পরক্ষার নামে বাড়তি ফি আদায়ের অভিযাগ

 

দর্শনা অফিস: দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির মডেল টেস্ট পরীক্ষার নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে। অতিরিক্ত টাকা আদায়ের কারণে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কট করে। পরে আপস মীমাংসার মাধ্যমে শুরু করা হয়েছে পরীক্ষা। এই প্রথম দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এসএসসি পরীক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহম্মেদ মডেল টেস্ট পরীক্ষার নামে ২/৩ শ টাকা ফি আদায় করেছেন। অনেকেই অতিরিক্ত এ ফি দিতে রাজি না হওয়ায় তাদের পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না বলে হুমকি দেন প্রধান শিক্ষক। গতকাল রোববার ছিলো পরীক্ষার প্রথম দিন। ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অতিরিক্ত ফি পরিশোধ না করার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অংশ নিতে না দেয়ায় পরীক্ষা বয়কট করে বিজ্ঞান বিভাগের ২৪ জন শিক্ষার্থী। এ নিয়ে সৃষ্টি হয় উত্তেজনার। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠে নানামুখি অভিযোগ। পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই বয়কট করা শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হয় বিদ্যালয়। তবে শেষ পর্যন্ত ওই ২৪ জন শিক্ষার্থী অংশ নিতে পারেনি মডেল টেস্ট পরীক্ষায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, পরীক্ষার জন্য ২শ টাকা ফি নেয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্যই করা হয়েছে এ পরীক্ষার ব্যবস্থা।