মেহেরপুর অফিস: নারী নেতৃবৃন্দ মেহেরপুর জেলা শাখার আয়োজনে ও নারী জয়ে সবার জয় ক্যাম্পেইন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডি.আই) সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক, সহকারী শিক্ষক নার্গিস আরা, ড্রেমোক্রেসি উপআঞ্চলিক সমন্বয়কারী আমেনা সুলতানা, পৌর কাউন্সিলর আল মামুন, সাবেক পৌর কাউন্সিলর লতিফুন নেছা লতা, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফুজুর রহমান মাহবুব, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী সামিউন বশিরা পলি, রোকসানা কামাল প্রমুখ।