স্টাফ রিপোর্টার: নতুন করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পেতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করলেও নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র ৩টি প্রতিষ্ঠান। নতুন-পুরোনো মিলিয়ে দল পাওয়ার লড়াইয়ে এখন মাত্র ৫টি প্রতিষ্ঠান!
বিপিএলে দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি জমা দেয়ার শেষ দিন ছিলো রোববার। ফ্র্যাঞ্চাইজির ফি ১ কোটি টাকা পে অর্ডার, সাথে ক্রিকেটারদের পারিশ্রমিকের গ্যারান্টি হিসেবে সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে বলা হয়েছিলো আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি নির্ধারিত সময় শেষে জানান, নতুন আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র ৩টি প্রতিষ্ঠান! সাথে পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস আগের পাওনা শোধ করে নতৃন আসরের জন্য পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। সব মিলিয়ে তাই ১৩টি আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার শর্ত পূরণ করেছে মোটে ৫টি প্রতিষ্ঠান। গতকাল রোববার বিকেলে এ প্রতিষ্ঠানগুলোর নাম জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী সংবাদ মাধ্যমকে জানান, আরও কয়েকটি প্রতিষ্ঠান এখনও যোগাযোগ করছে। আমরা আজকে পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের নিশ্চয়তা পেয়েছি। সেগুলো হলো ডিবিএল গ্রুপ, বেক্মিমকো, এক্সিওম টেকনোলজিস, আই স্পোর্টস লিমিটেড (পুরোনো রংপুর রাইডার্স) ও রয়্যাল স্পোর্টিং লিমিটেড (পুরোনো সিলেট রয়্যালস)। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ রাখছে, আলোচনা করছে। ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫টির শর্ত পূরণ করা হতাশারই কথা বিসিবির জন্য। তবে প্রধান নির্বাহী শোনালেন নতুন আশার কথা। আমি হতাশ বলবো না। আমাদের লক্ষ্য ছিলো অন্তত ৭টি দল। ৫টি হয়েছে। যেহেতু এখনও সময় আছে, আমরা আরও দেখবো, তারপর সিদ্ধান্ত নেবো। সময় আছে, প্রধান নির্বাহীর এ কথা জন্ম দিলো নতুন প্রশ্নের। পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দেয়ার শেষ তারিখ ছিলো গতকাল ৩০ আগস্ট, রোববার। তার পরও সময় থাকে কি করে? প্রধান নির্বাহী জানান, আরও ৩-৪টি প্রতিষ্ঠানের সাথে তাদের আলোচনা চলছে। সময় শেষ হয়ে যাওয়ার পর আলোচনার অবকাশই বা থাকে কি করে? প্রধান নির্বাহীর যুক্তি, বিপিএলে বদলে যাওয়ার ধরনে বদলে গিয়েছে আগ্রহীদের ভাবনাও। আগে বিপিএলে যে কনসেপ্ট ছিলো, পুরোটাই ছিলো বাণিজ্যিক ব্যাপার। সেটা ভেবেই তারা আবেদন করেছে।