দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নসিমন, করিমন, ইজিবাইকসহ মোট ৪১টি অবৈধযান আটক পূর্বক ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, ইজিবাইকসহ অন্যান্য অবৈধযান চলাচলের ওপর সরকারের উচ্চ পর্যায় থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আঞ্চলিক মহাসড়কে চলাচলের সময় দামুড়হুদা থানা পুলিশ গত চার দিনে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০টি এবং দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টিসহ ৪১টি অবৈধযান আটক করে। আঞ্চলিক মহাসড়কে চলাচল না করার শর্তে গতকাল রোববার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ভ্রাম্যমাণ ভ্রাম্যমান আদালত বসিয়ে মাথাপিছু ৩শ টাকা করে জরিমানার আদেশ দেন। পরে ওই সমস্ত অবৈধযান মালিকরা জরিমানার টাকা পরিশোধ করে গাড়ি ছাড়িয়ে নিয়ে যান। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এএসআই লিয়াকত আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।