স্টাফ রিপোর্টার: আগামাকাল মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন উপলক্ষে ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৭ম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হবে। ঈদুল আজহার আগেই এ অধিবেশন শেষ করার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আসন্ন অধিবেশনের জন্য মোট ১৩টি সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে নতুন ৫টি বিল রয়েছে। নতুন বিলগুলোর মধ্যে রয়েছে, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবী কার্যক্রম রেগুলেশন বিল ২০১৫, ট্রেড মার্ক (সংশোধন) বিল ২০১৫, পের্টস (সংশোধন) বিল ২০১৫, দুর্নীতি দমন (সংশোধন) বিল- ২০১৫ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫। এছাড়াও সংসদের সপ্তম অধিবেশনের জন্য ইতোমধ্যে প্রশ্ন শাখায় এবং নোটিশ শাখায় বেশ কিছু প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে।