দর্শনা হল্টস্টেশনের রেলগেটে নেই গেটম্যান : দুর্ঘটনার আশঙ্কা

 

দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আপ-ডাউনে প্রায় ২০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে। এছাড়া অসংখ্য মালবাহী ট্রেন চলাচল করে। বছর দেড়েক আগে দর্শনা হল্টস্টেশন রেলগেটম্যান অবসর গ্রহণ করেছেন। এরপর থেকে এক প্রকার জোড়াতালি দিয়েই চালানো হচ্ছে গেটম্যানের কাজ। একেক সময় একেকজনকে গেটম্যানের দায়িত্ব দেয়া হয়ে থাকে। কোনো সময় দেখা যায় পথচারী কিংবা ভ্যানচালকদের দিয়ে গোট ওঠানো-নামানোর কাজ করা হয়। চরম সমস্যার সম্মুখিন হতে হয় পথচারী ও যানবাহনের। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সুনজর কামনা করা হয়েছে।