স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার সিংনগর গ্রামের ডালিম, ইমরান ও সুফিয়ান ঢাকা গাজীপুর এলবি ইলেকট্রিক মার্কেটিং লাইফ ওয়ে কোম্পানিতে চাকরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গা রাঙ্গিয়ারপোতা গ্রামের তিন যুবক আকরাম হোসেন, মেরাজ ও সবুজ হোসেনর নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বাড়িতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেছেন প্রতারিত তিন যুবক।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আকরাম হোসেন, আব্দুল গফুরের ছেলে মেরাজ হোসেন ও মঙ্গলার ছেলে সবুজ হোসেন অভিযোগ করে বলেন, ঢাকা গাজীপুর এলবি ইলেকট্রিক মার্কেটিং লাইফ ওয়ে কোম্পানিতে চাকরি দেয়ার নাম করে আমাদের নিকট থেকে চলতি বছরের ২৩ জুলাই জনপ্রতি ৪০ হাজার ৫শ করে টাকা হাতিয়ে নেয় জীবননগর উপজেলার সিংনগর নতুন মসজিদপাড়ার আরজেদ আলীর ছেলে ডালিম, মমিনুল হকের ছেলে ইমরান ও বুদোর ছেলে সুফিয়ান। চাকরিতে যোগ দেয়ার জন্য প্রতারকচক্র ঢাকায় নিয়েও যায় আমাদের। এক সপ্তা পর কাজ না পেয়ে বাড়িতে ফেরত চলে আসি। চলে আসার সময় আমাদের নিকট থেকে শাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে রাখে প্রতারকচক্র। অভিযোগকারীরা আরও জানায়, আমাদের মতো একই পরিণতি হয়েছে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আব্দুল্লার ছেলে দুধরাজ, ফজলুল হকের ছেলে আক্তার হোসেন ও তোফাজেল হোসেনর ছেলে রবিউল হকের। প্রতারকচক্রের শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী। অভিযুক্তরা টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান অভিযোগকারীরা।