চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থানায় আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

SAM_0556

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থানায় আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আ.লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে কোর্টমোড় কলেজ রোড হয়ে স্টেশন রোড দিয়ে টার্মিনালে গিয়ে আবার জেলা আ.লীগের কার্যালয়ে ফিরে আসে। বিক্ষোভ মিছিলে শ শ রিকশা-ভ্যানচালক অংশগ্রহণ করেন। পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শফিকুল ইসলাম শফি বলেন, আমরা শ্রমিক হলেও মানুষ। আমাদেরও বাঁচার অধিকার আছে। অটোরিকশা বা ইজিবাইক ব্যাটারিতে চলে। আমাদের রিকশা-ভ্যানে আমরা ব্যাটারি সংযোজন করেছি। ব্যাটারিচালিত অটোরিকশা বা ইজিবাইক পুলিশ আটক করছে না। কিন্তু আমাদের ব্যাটারিচালিত রিকশা-ভ্যান কেন আটক করছে? আমাদের ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালাতে দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আশাদুল হক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদক নূর ইসলাম প্রমুখ।

পরবর্তীতে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদকসহ রিকশা-ভ্যান চালকগণ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে দেখা করেন। তিনি বলেন, এটি তোমার বা আমার কথা নয়। হাইকোর্টের নির্দেশ যা আমাদের মানতে হবে।