স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি সিক্স-এ সাইড ফুটবলে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় জাফরপুর একাদশ ও নয়ন স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র-হয়। দ্বিতীয় খেলায় জনি স্মৃতি ১-০ গোলে টোয়েন্টি একাদশকে পরাজিত করে। আজ একই মাঠে টার্মিনাল একাদশ মুখোমুখি হবে কুলচারা একাদশের বিরুদ্ধে এবং আলফা স্মৃতি সংঘ মুখোমুখি হবে সীমা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। গতকালের খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি ও শহিদুল কদর জোয়ার্দ্দার।