পাঠ্যসূচির পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রকৃতিগত শিক্ষা দিতে হবে
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেছেন, বৃক্ষ না থাকলে পৃথিবীতে মানুষসহ কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। বর্তমান সময়ে বৃক্ষরোপণের হার বাড়লেও জলবায়ুর পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। শুধু পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার জন্য নয়, বৃক্ষরোপণ অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নয়ন ঘটাচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপাড়া শেখানোর পাশাপাশি বৃক্ষরোপণের এ শিক্ষা তাদের সারাজীবনের জন্য কাজে লাগবে। পাঠ্যসূচির পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতিগত শিক্ষাও দিতে হবে। গতকাল রোববার সকালে মেহেরপুর গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষকদের প্রতি তিনি এ আহ্বান জানান। ‘সবুজ বেষ্টনিতে বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিভাগের ২০১৬ সালের এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন।
কলেজ শাখার প্রভাষক শফি কামাল পলাশের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক আব্দুল মালেক। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। আলোচনাসভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন মকবুল হোসেন এমপিসহ অতিথিবৃন্দ।