গাংনীতে ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ী গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি অভিযান দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারাকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের ঘাটপাড়ার খবির হোসেনের ছেলে খলিশাকুণ্ডি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র রিপন হোসেন (১৯) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে হোগলবাড়িয়া মহাম্মদপুর হাজি ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির ছাত্র ফরিদ হোসেন (১৮)। দুজনেই মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, রিপন ও ফরিদ ফেনসিডিল নিয়ে কাজিপুর থেকে একটি নসিমনযোগে বামন্দীর দিকে যাচ্ছিলো। হাড়াভাঙ্গা চন্দ্রঘোনা মোড়ে নসিমন থামিয়ে তাদের গ্রেফতার করেন পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই কামাল হোসেন। গতকালই তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।