কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিকের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় নৈশপ্রহরী সেলিম আহম্মদ প্রহৃত হওয়ার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে তারা এ কর্মবিরতি পালন করেন। ঘণ্টাব্যাপি মেয়র কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে পৌর মেয়র এনামুল হক কর্মবিরতির কথা অস্বীকার করে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। তবে সভা চলাকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের সকল কক্ষ বন্ধ ছিলো। কর্মবিরতি চলাকালীন সময়ে পৌর কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।