আলমডাঙ্গা ইজিবাইকমালিক সমিতির কমিটি গঠন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ইজিবাইকমালিক সমিতির কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত। গতকাল রোববার বিকেল ৫টার দিকে মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় ইজিবাইক সমিতির সাবেক সভাপতি আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা মাছবাজার আড়ত সমিতির সভাপতি যুবলীগ নেতা মতিউর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু ও আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি। এছাড়াও উপস্থিত ছিলেন ইজিবাইকমালিক মঈন, লাল্টু, মিন্টু, উজ্জ্বল, চাঁদ, ঝন্টু, মিনারুল, শরিফুল, গাড্ডু, আতিয়ার, মুকুল, তোতা, মাসুদ প্রমুখ। আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে মতিউর রহমান ফারুককে সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।