মাথাভাঙ্গা মনিটর: বিষণ্ণতায় ভোগা যেসব মানুষ হঠাৎই বেপরোয়া কিছু করে বসে বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ার মতো ঝুঁকিপূর্ণ আচরণ করতে শুরু করে তাদের আত্মহত্যা করার ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বেশি বলেই অভিমত গবেষকদের ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-ফার্মাকোলজি (ইসিএনপি) পরিচালিত এ গবেষণার ফলে বলা হয়, আত্মহত্যার চেষ্টা চালানোর আগে অনেকেই এ ধরনের আচরণ করেছে। আত্মহত্যা-প্রবণ মানুষদের আচরণ নিয়েই মূলত গবেষণাটি করা হয়। গবেষকরা বলছেন, বিষণ্ণতায় ভোগা যেসব মানুষ বেপরোয়া গাড়ি চালায়, কোনো কিছুর ভালোমন্দ বাছবিচার করে না এবং ঘরে অকারণ পায়চারি করে, তাদের আত্মহত্যার চেষ্টা চালানোর সম্ভাবনা ৫০ শতাংশ বেশি। কেউ এ ধরনের আচরণ শুরু করলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে গবেষণা প্রতিবেদনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে বিশ্বে ৮ লাখের বেশি মানুষ আত্মহত্যা করেছে। ইসিএনপি বিষণ্ণতায় ভুগছে এমন ২ হাজার ৮১১ জন রোগীর ওপর গবেষণা চালায়। যাদের মধ্যে ৬২৮ জন আত্মহত্যার চেষ্টা করেছে। যারা আত্মহত্যার চেষ্টা করেছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও আচরণের ওপর গবেষকরা বিশেষ নজর রেখেছিলেন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, আত্মহত্যার চেষ্টার আগে তারা ঝুঁকিপূর্ণ আচরণ করেছে। গবেষকদের একজন ড. ডিনা পপভিক বলেন, আমরা দেখেছি ডিপ্রেসিভ মিক্সড স্টেটস এ প্রায়ই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। ডিপ্রেসিভ মিক্সড স্টেটস বলতে বোঝানো হচ্ছে, যখন ব্যক্তি বিষণ্ণতায় ভুগছে এবং সেই সাথে তার মধ্যে ম্যানিয়ারও লক্ষ্যণ দেখা যাচ্ছে।