স্টাফ রিপোর্টার: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম কালু দাস (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বাঁশদহ গ্রামের মৃত মাতোয়াল দাসের ছেলে। তাকে আশ্রয় দেয়ার অপরাধে ওই ইউনিয়নের সাতজান গ্রামের অনিল দাসের ছেলে বিজয় দাসকে আটক করেছে পুলিশ। নাউতারা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু জানান, ভোটার তালিকা প্রণয়নে হালনাগাদ করতে গিয়ে এ বিষয়টি ধরা পড়ে। ভোটার তালিকায় নাম ও ছবি তুলে জাতীয় পরিচয়পত্র পেতে হলে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। ভারতীয় ওই ব্যক্তি তার জন্ম নিবন্ধনের কাগজ করতে তার কাছে এলে জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।