স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করেছেন শিক্ষক জাকির হোসেন। গতকাল শনিবার দিবা শাখার ছাত্রকে বেত্রাঘাতে দেগে দেয়া হলে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই যখন বেত নেয়ার বৈধতা নেই, তখন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশ্যেই বেত নিয়ে শ্রেণিকক্ষে যেতে যেমন দেখা যায়, তেমনই মাঝেই ওঠে শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ।