স্টাফ রিপোর্টার: পাচারের শিকার হওয়া এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। স্থানীয় গণমাধ্যমে এ খবর বেরিয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন সন্দেহজনক দু দালাল। তাদের একজন বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ওই কিশোরীর পরিচয় স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া দুজন হলেন- বাংলাদেশের মহম্মদ সাজু ও পশ্চিমবঙ্গের আল আমিন মোল্লা। তারা নারী পাচারের দালাল। ভারতে চাকরি দেয়ার কথা বলে ওই কিশোরীকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সীমান্ত পার করেন সাজু। এরপর তাকে রাখা হয় উত্তর ২৪ পরগনা জেলার আল আমিনের কাছে। গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বসিরহাট থানার বোর্ডঘাট সংগ্রাম সেতুর কাছ থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দু দালালকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই দু দালাল তাদের জানিয়েছেন, ওই কিশোরীকে এক লাখ রুপিতে বিক্রির জন্য তারা মুম্বাই নিয়ে যাচ্ছিলেন।