স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আজ রোববার দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করবেন তারা। গতকাল শনিবার ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবির বিষয়ে সরকারের নীতিনির্ধারক মহলের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তারা কোনো কার্যকরি পদক্ষেপ নেয়নি। তাই দাবি আদায়ে আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হবে।