দর্শনা মুক্তি ক্লিনিকে ভুল চিকিৎসায় এবার প্রসূতি মায়ের মৃত্যু

পরিবারকে ৩০ হাজার টাকা এবং নবজাতকের ভরনপোষণের বিনিময়ে আপস

 

স্টাফ রিপোর্টার: দর্শনার মুক্তি ক্লিনিকে ভুল চিকিৎসায় এবার প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ডা. পারভীন ইয়াসমিন ও সেলিনা আক্তার সিমু নামের দুই চিকিৎসকের ভুল চিকিৎসায় গৃহবধূ পারুল খাতুন প্রাণ হারিয়েছেন । অবশেষে প্রাণের বিনিময় হিসেবে ক্লিনিক কর্তৃপক্ষ পারুলের পরিবারকে ৩০ হাজার টাকা দিয়েছে। আর সদ্য প্রসূত সন্তানের ভরন-পোষণের দায়িত্ব নিয়েছে। তবে সন্তানটির জীবন এখন সঙ্কটাপন্ন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের শাহ আলমের স্ত্রী পারুল খাতুনের (৩৫) প্রসব বেদনা উঠলে তাকে দর্শনা পুরাতন বাজারে ডা. রফিকুল ইসলামের প্রতিষ্ঠিত মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তাকে সিজারের জন্য নেয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে চিকিৎসক জুটি পারভীন ইয়াসমিন ও সেলিনা আক্তার সিমু অস্ত্রোপচার করেন। সদ্য প্রসূত কন্যাসন্তান রেখে অপারেশন থিয়েটারেই পারুল মারা যান। শনিবার সকালে ক্ষুব্ধ রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে সমবেত হলে ক্লিনিক কর্তৃপক্ষ প্রভাবশালী মহলের শরণাপন্ন হয়। অবশেষে পারুলের পরিবারকে মাত্র ৩০ হাজার টাকা এবং নবজাতকের ভরন-পোষণের বিনিময়ে আপসরফা হয়। অভিযোগ রয়েছে ডা. পারভীন ইয়াসমিন ও সেলিনা আক্তার সিমু সার্জারি ডাক্তার না হয়েও হরদম অপারেশন করেন। এ কারণেই ঘটে নানা অঘটন। গত ২৩ মে ওই দুই চিকিৎসকের ভুল চিকিৎসায় সদ্য প্রসূত এক শিশুর মৃত্যু হয় বলেও অভিযোগ আছে। বিষয়গুলো খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীরা মনে করে।

Leave a comment