টিপ্পনী

 

খবর: (প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে তিনজন আটক)

চাকরি খুঁজি সারা বছর

হয় না আমার পাস,

দু’নম্বরি করতে গেলেও

সব হয়ে যায় ফাঁস!

 

সবাই আমায় হিংসা করে

তাই শুধু খাই ধরা,

চাকরি পাওয়ার আগেই আমি

হয়ে গেলাম মরা।

 

কপাল খারাপ বলেই আমার

জীবনটা হয় নষ্ট,

সারা জীবন চাকরি খুঁজে

পাচ্ছি শুধু কষ্ট!

-আহাদ আলী মোল্লা