ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শিশু মনিরা খাতুনকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অচিন্তনগর গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে মনিরা খাতুনকে হত্যার প্রতিবাদে গতকাল সকালে অচিন্তনগর গ্রামের শ শ নারী ও পুরুষ ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি শেষে প্রেসক্লাব মিলনায়তনে তারা এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে নিহত মনিরার পিতা রমজান আলী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, মনিরা হত্যা মামলায় ১২ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিসহ অধিকাংশ আসামি এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ সব আসামি মামলা তুলে নেয়ার জন্য জীবননাশসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। তিনি অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের ৫ বছরের শিশুকন্যা মনিরা খাতুনকে বাড়ি থেকে অপহরণ করে দু লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গত ১১ জুলাই গ্রামটির একটি পাটক্ষেত থেকে অ্যাসিডে ঝলসানো এবং হাত-পা কেটে নৃশংসভাবে হত্যা করা শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।