চুয়াডাঙ্গা অরিন্দমের পাক্ষিক সাহিত্যসভা অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের পাক্ষিক সাহিত্যসভা গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। সভায় স্বরচিত লেখা পাঠ করেন ইদ্রিস মণ্ডল, চিত্তরঞ্জন সাহা চিতু, আব্দুল হামিদ, আনছার আলী, ফারুক হোসেন, মাহির তাজওয়ার, শামীমা আখতার, সাহিদা খাতুন, বজলুর রহমান শায়ক, আব্দুস সালাম, প্রান্ত, সামসাদ রানু, হারুন আর রশীদ, তামান্না, মেহেদী হাসান, তুহিন ও হাবিবি জহির রায়হান। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment