গাংনী প্রতিনিধি: গাঁজা রাখা ও সেবনের দায়ে ৩ জনের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ওই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হচ্ছে- গাংনী উপজেলার বামন্দী বাজারের মৃত আক্কাস আলীর ছেলে ফজলু মিয়া (৪৫), নওপাড়া গ্রামের কাবরান আলীর ছেলে ডাবলু মিয়া (৩৪) ও মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের ছৈরদ্দীনের ছেলে আলামিন হোসেন (৩০)।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গতকাল সকালে গাংনী থানা পুলিশের এসআই প্রসেন ও সঙ্গীয় ফোর্স নওপাড়া বাজার থেকে ২০ গ্রাম গাঁজাসহ ডাবলু ও আলামিনকে গ্রেফতার করেন। একই সময়ে বামন্দী বাজার থেকে এএসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজাসেবনরত অবস্থায় ৫ গ্রাম গাঁজাসহ ফজলুকে গ্রেফতার করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ওই দণ্ডাদেশ দেন বিচারক। ভ্রাম্যমাণ আদালতের আদেশে গতকালই তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।