মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামে গভীর রাতে বিষধর সার্প দংশনে বৃদ্ধর করুণ মৃত্যু হয়েছে। রাতেই নেয়া হয় গড়গড়ি গ্রামের এক কবিরাজের কাছে। সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত শুক্রবার রাত ২টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের চুলকানিপাড়ার মৃত ঈমান মণ্ডলের ছেলে তাহাজ্জেল মণ্ডল (৬৫) প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে কোনো এক সময় তাকে বিষধর সাপে দংশন করে। জ্বালা পোড়া শুরু হলে স্বামী-স্ত্রী মিলে ঘরের মধ্যে সাপ খুঁজে সাপটিকে মেরে ফেলে। রাতেই তাকে নেয়া হয় গড়গড়ি গ্রামের সাত্তার কবিরাজের কাছে। রাতভর চলে ঝাড়ফুঁক আর কাটা ছেড়া। শুরু হয় বমি আর পায়খানা। ভোরে বৃদ্ধ নেতিয়ে পড়লে সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মুন্সিগঞ্জ আখ সেন্টারের নিকট তার মৃত্যু হয়। বাদ আছর গ্রামের পারিবারিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।