স্টাফ রিপোর্টার: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। অস্ত্রোপচার শেষে চিকিৎসকের সবুজ সঙ্কেত পেয়ে গতকাল শনিবার দুপুরের পর হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে হাসপাতাল থেকে ফিরে নিজের বাসায় নয়, শাবনূর গেছেন তার এক নিকটাত্মীয়ের বাসায়। হঠাৎ করে শারীরিক সমস্যা দেখা দেয়ার কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা শাবনূর। সেখানে তিনি চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বৃহস্পতিবারই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। শাবনূর বলেন, এখন মোটামুটি সুস্থ। চিকিৎসক বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সামনের কয়েকটা দিন এসব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যেহেতু এখন কিছুটা সুস্থ, তাই আর হাসপাতালে থাকতে হলো না।