সামাজিক যোগাযোগ মাধ্যমে অটো-প্লে পদ্ধতি পরিবর্তনের নির্দেশ

 

মাথাভাঙ্গা মনিটর: সামাজিক যোগাযোগ সাইটগুলকে ভিডিও দেখার ক্ষেত্রে অটো প্লে সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই ক্ষেত্রে তার চোখ মূলত নিবদ্ধ ফেসবুক ও টুইটারের দিকে। গুলি চালিয়ে মার্কিন এক টেলিভিশন সাংবাদিক ও তার ক্যামেরাম্যানকে হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দিয়েছেন ক্যামেরন। ইউকে পার্লামেন্টের ইন্টারনেট, কমিউনিকেশন ও টেকনোলজি ফোরাম বলেছে অটো প্লে সিস্টেমের কারণে এ হত্যাকাণ্ডের ভিডিওটি অনেকেই বাধ্য হয়ে দেখেছেন, যা মোটেও কাম্য নয়। অবশ্য এরই মধ্যে ফেসবুক, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো অশ্লীল ও সহিংস ভিডিও কনটেন্ট চিহ্নিত করা এবং ব্যবহারকারীদের কাছে উন্মোচিত না করার জন্য অটোমেটিক ও ম্যানুয়াল দু পদ্ধতিতেই চেষ্টা করছে।