মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনের ওপর রচনা লিখন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লভ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক। বক্তব্য রাখেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। সবার আগে অনুষ্ঠানের শুরুতে শোকের মাস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন শেষে কবিতা আবৃত্তি এবং হানিফ খানের রচনায় ও সঞ্জীবন মল্লিকের নির্দেশনায় নাটক ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নির্জনা, বাশরী মোহন দাস, লামিয়া ফারজানা, পারমিতা এবং নাটকে অভিনয় করেন শাহীন, আশরাফুল, সুমন, সাদ্দাম, সুইট, অন্তর, সজিব প্রমুখ।