বউ আনতে শ্বশুরবাড়ি গিয়ে পিটুনির শিকার মোচাইনগরের মজিবুল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মোচাইনগরের মজিবুলকে (২৮) পিটিয়ে আহত করা হয়েছে। গতরাত দুটোর দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

কোথায় গিয়ে পিটুনি খেতে হয়েছে? এ প্রশ্নের জবাবে নবীছদ্দিনের ছেলে মজিবুল বলেছে, শ্বশুরবাড়ি গাংনীর এলাঙ্গী। বউ আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। বউ আসবে না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর পক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে। আহত মজিবুল এ বর্ণনা দিলেও প্রকৃত ঘটনা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Leave a comment