পাবনা ঈশ্বরদীতে বিদ্যুতস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী ফতেমোহাম্মদপুরে গতকাল শুক্রবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন ফতেমোহাম্মদপুর এলাকার আয়নুল হকের স্ত্রী সাবেরা খাতুন (৪৫) ও মেয়ে নাদরা খাতুন (২০)। বৃষ্টির কারণে টিনের ঘর বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। দুপুরের দিকে ঘরের সাথে বাঁধা তারে ভেজা কাপড় শুকাতে দেয়ার সময় তারা গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল পাঁচটার দিকে তারা মারা যান।

Leave a comment