খবর: (বিদ্যুত গ্যাসের দাম বাড়লো)
সব জিনিসের দাম বেড়ে যায় মাসে মাসে
ধনীর তবিল ভরা আছে কী যায় আসে
কপাল দোষে আমরা কেবল গরিব আছি-
কেউ ভেড়ে না এই গরিবের আশে পাশে।
দম ফুরিয়ে যায় আমাদের ধীরে ধীরে
ক্ষমতাবান কেউ দেখে না পেছন ফিরে
সারা বছর এক নাগাড়ে ব্যাগার খাটি-
মরার পরে খাদক শকুন থাকে ঘিরে।
দিনে দিনে গোদের ওপর বাড়ছে ফোঁড়া
কেঁদে কেঁদে মরছি যারা কপাল পোড়া
লুটিং পাটিং করে করে খাচ্ছে খালি-
বুঝিরে ভাই তেলেসমাতি থোড়া থোড়া!
-আহাদ আলী মোল্লা