ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী নামক স্থানে ট্রাকের ধাক্কায় পারুল রানী (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অপরদিকে গতপরশু বৃহস্পতিবার শ্যালোইঞ্জিন চালিত করিমন দুর্ঘটনায় আহত নারী আছিয়া বেগম ঝিনইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী বাজারে ট্রাকের ধাক্কায় আছড়ে পড়ে পারুল রানী নিহত হন। নিহত পারুল রাণী ঝিনাইদহ জেলা সদরের বাদকুরিয়া গ্রামের সুবোল কুমারের স্ত্রী। ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আত্তাবী আলম জানান, বিকেলে হলিধানী বাজারের এক পথচারী নারীকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। ট্রাকের ধাক্কায় পারুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু পথেই ওই নারীর মৃত্যু হয়।
অপরদিকে ঝিনাইদহের রাজধারপুরে সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৫৫) নামের এক মহিলা চিকিৎকাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মারা গেছেন। তিনি গতপরশু বৃহস্পতিবার করিমন দুর্ঘটনায় আহত হন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আছিয়া বেগম ঝিনাইদহ জেলা সদরের পানামী গ্রামের মৃত হবিবর মণ্ডলের স্ত্রী।