জীবননগরে আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার জীবননগর থানা মোড়ে শোকদিবসের আলোচনাসভার আয়োজন করা হয়। পৌরসভায় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ শোকসভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তাদ্বয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার নির্মম বিবরণ তুলে ধরে শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

পৌর ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিন পরিচলানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ, দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর আপেল মাহমুদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক নূর ইসলাম মিস্ত্রি, মজিবর রহমান বাবলু, সিরাজুল ইসলাম সিরাজ, পৌর যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান কামরুল, যুবলীগ নেতা কাজি খালিদ, বক্তিয়ার উদ্দিন, তোতা, রেজাউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল দত্ত প্রমুখ।

Leave a comment