বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়মাঠে গতকাল শুক্রবার বিকেল ৫টায় সাইদুর রহমান ওরফে মঙ্গল মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। লাল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন আ.লীগ নেতা শুকুর আলী। এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রাশেদ রেজা রাশেদ, যুবলীগের সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুর রহমান, সাগর, পলাশ, জাকির, নয়ন, লিটন, নিতাই, সুশান্ত, শাহালম, সাইদুর রহমান, জিন্নাত, ফারুক, সরোয়ার, বসন্ত প্রমুখ। খেলায় হলিধানী একাদশ ও মোহাম্মদজুম্মা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে হলিধানী একাদশ ৩ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম।