বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগমপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোকদিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠানে প্রধান বক্তা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু বলেন, লেখাপড়া করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে থাকতে হবে খাতা-কলম।
বেগমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আ. বারী বিশ্বাস খোকন, আ.লীগ নেতা মিজানুর রহমান, আব্বাস আলী মেম্বার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সহসাধারণ সম্পাদক জানিফ, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জ্যাকি। উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা মন্টা, রুবেল, যুবলীগ নেতা ইউসুপ রানা, রহিদুল ইসলাম, এনামুল হক প্রমুখ। পরিচালনায় ছিলেন বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ।