গাংনীতে হেরোইনসহ দুজন গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: হেরোইনসহ দু যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর গাংনী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টহলদল হাড়াভাঙ্গা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে গাংনী উপজেলার সদরপুর স্কুলপাড়ার সানোয়ার হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫) ও একই গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুল গফুরের ছেলে আসাদুজ্জামান (২৬)। তাদের নিকট থেকে এক গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গতকাল শুক্রবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান।