স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা সদরের ভুমুরদিয়া গ্রামে গাছে ওড়না পেঁচিয়ে একই সাথে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহুতি প্রেমিকের নাম ইমরান শেখ (২৫)। তিনি ভুমুরদিয়া গ্রামের হারুন শেখের ছেলে। গোলাপি সালোয়ার কমিজ পরা প্রেমিকার (১৭) নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। ইমরান শেখের স্ত্রী রেশমা খানম (১৮) জানান, গত বৃহস্পতিবার দুপুরে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। আর ফিরে আসেননি। তাদের দু বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, ইমরানের ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, বিলে কাজ করার সময় দুপুরে বিলের ভেতর নবীর কাজীর ঘেরের পাশের গামারি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই প্রেমিক-প্রেমিকা দেখতে পান তারা। এরপর তারা পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওড়না দু ভাগ করে ছিঁড়ে দুজনে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।