স্টাফ রিপোর্টার: পিরোজপুর সদর উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পলিবাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্বশুর রাজেন হালদার ও পুত্রবধূ মেরি হালদার। জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় সেখানে শ্বশুর ও পুত্রবধূ ছাড়া আর কেউ ছিলনা। পড়ে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় ।